সিরাজগঞ্জে করোনা জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:১৬, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সিরাজগঞ্জে করোনা জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা

ADMIN, USA
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২০
সিরাজগঞ্জে করোনা জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম ,বিপিএম’ বলেছেন,মানুষের কল্যাণে জীবন বাজি রেখে করোনা সংক্রণের ঝুঁকি নিয়ে কাজ করছে পুলিশ সদস্যরা। তাদের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ। জরুরি পরিস্থিতি মোকাবেলায় অ্যাম্বুলেন্স, কুইক রেসপন্স টিম, থানা কেন্দ্রিক আইসোলেশন সেন্টার প্রস্তুত রয়েছে। আমাদের সার্বক্ষণিক সাহস ও সমর্থন প্রদান এবং নিজেদের মনোবল চাঙ্গা থাকায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা সুস্থ হয়ে ফিরে এসেছে। আজ থেকে তাঁরা সকলেই আবার দেশের কল্যাণে ও মানুষকে নিরাপদ রাখতে কাজ শুরু করবেন।গতকাল সোমবার বেলা ১১ টায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ড্রিলসেডে করোনা জয়ী বীর পুলিশ সদস্যদের ফুলের সংবর্ধনা প্রদান কালে তিনি এ কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোছাঃ ফারহানা ইয়াসমিন,অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল,ফাহমিদা হক শেলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ শরাফত ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, আর আই মোঃ মাহফুজার রহমান সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, করোনা জয়ী বীর ৯৭ জন পুলিশ সদস্যকে ফুলের সংবর্ধনা এসপি হাসিবুল আলম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।