প্রাথমিকের সহকারী শিক্ষকদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

Daily Ajker Sylhet

২১ সেপ্টে ২০২০, ০৯:২৯ পূর্বাহ্ণ


প্রাথমিকের সহকারী শিক্ষকদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টারঃপ্রস্তাবিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গেজেটেড অফিসার ও ননগেজেটেড কর্মচারী নিয়োগবিধি ২০১৯ সংশোধন করে সরাসরি নিয়োগ হয় এমন সকল পদে সহকারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হওয়ার সুযোগ রাখার দাবীতে গত ২০ সেপ্টেম্বর/২০২০ দেশের সকল জেলায়   প্রাথমিক সহকারী শিক্ষকদের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ ব্যাপারে সহকারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থীতা বাস্তবায়ন পরিষদ এর আহবায়ক জসীম বেপারীকে জিজ্ঞেস করা হলে তিনি জানান আমরা প্রধানমন্ত্রী সমীপে বিনীত প্রার্থনা করছি যেপ্রস্তাবিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গেজেটেড অফিসার ও ননগেজেটেড কর্মচারী নিয়োগবিধি ২০১৯  এ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সট্রাক্টর ,সহকারী ইউআরসি ইন্সট্রাক্টর ,পিটিআই ইন্সট্রাক্টর ,সহকারী পিটিআই ইন্সট্রাক্টর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরাসরি নিয়োগ যোগ্য সকল পদে বিভাগীয় প্রার্থী দেয়ার বিষয়টি অন্তর্ভুক্তি নিশ্চিত করার দাবি জানিয়েছি।আমরা আশা করছি কর্তৃপক্ষ আমাদের দাবীটি আমলে নিয়ে সহকারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থীতার সুযোগ রেখে নিয়োগবিধিমালা প্রণয়ন করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।