যমুনায় বাঁধের দাবিতে অনশন ও মানববন্ধন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০৭, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

যমুনায় বাঁধের দাবিতে অনশন ও মানববন্ধন

STAFF USBD
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২০
যমুনায় বাঁধের দাবিতে অনশন ও মানববন্ধন

মাহবুব চৌধুরী, সিরাজগঞ্জ  :

সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন আড়কান্দি-পাকুরতলা ও ঘাটাবাড়ি এলাকায় নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। আর বাঁধ নির্মাণের দাবিতে ঘাটাবাড়ি এলাকায় যমুনার পশ্চিম তীরে বৃদ্ধ ইয়াসিন প্রামাণিক ও রহম আলী মোল্লা অনশন করছেন।
এছাড়াও সিরাজগঞ্জের চৌহালীতে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেন চৌহালী এলাকাবাসী এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য বৃন্দ।
২১ শে সেপ্টেম্বরে, চৌহালী উপজেলার নদীভাঙ্গন কবলিত যমুনা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় গ্রামবাসী এই আয়োজনে যোগদান করেন।
নদীভাঙ্গন প্রতিরোধে স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রতিবছর নদীভাঙ্গনে আমাদের বাড়িঘর,জমি-জিরাত বিলীন হয়ে যায়।কিন্তু দুঃখের বিষয় নদী ভাঙ্গন রোধে নেওয়া হয় না কার্যকর ব্যবস্থা।

মানববন্ধনে সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের বক্তারা উল্লেখ করেন, যমুনার আগ্রাসনে বরাবরই ক্ষতির শিকার এই এলাকার মানুষ। প্রতি বছরই নদী ভাঙ্গনের স্বীকার এই অবহেলিত মানুষগুলো। পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার ফলে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। অনতিবলম্বে নদী ভাঙ্গন রোধে ক্রসবার /বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনের জোর দাবি জানাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।