গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
“চলো যাই যুদ্ধে,অপশক্তির বিরুদ্ধে” এবং “পরিবেশকে দুষনমুক্ত,শরীরকে রোগমুক্ত, সাইক্লিং উপযুক্ত “স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে রবিবার সাইকেল রেলী অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০ টায় উপজেলা কোর্ট চত্ত্বর মাঠ হতে রেলীটি বের হয়ে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরে ফান প্যারাডাইসে গিয়ে শেষ হয়।পরে সেখানে ব্লাড, গ্রুপিং, ওজন ও উচ্চতা পরিমাপ, ডায়াবেটিস নির্ণয়, প্রেসার পরিমাপ কার্যক্রম পরিচালনা করা হয়। গোয়ালন্দ সাইক্লিষ্ট এবং গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের শতাধিক যুবক বাই সাইকেল নিয়ে রেলীতে যোগ দেন।
গোয়ালন্দের শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ রেলী ও হেলথ ক্যাম্পের সার্বিক সহযোগিতা করে। আয়োজন করে গোয়ালন্দ সাইক্লিষ্ট নামের তারুণ্য নির্ভর একটি সংগঠন।
রেলীর উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। এ সময় এসিল্যান্ড মোঃ রফিকুল ইসলাম, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালক মোঃ সেলিম মুন্সি, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান,গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমূখ উপস্থিত ছিলেন ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।