কুয়াকাটা (পটুয়াখালী) :
পটুয়াখালীর কলাপাড়ায় নদী দিবস উপলক্ষ্যে আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে রবিবার বেলা ১১টায় মানববন্ধন করা হয়েছে। কলাপাড়া পৌরসভার হেলিপ্যাড মাঠ সংলগ্ন আন্ধারমানিক নদী তীরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) কলাপাড়া শাখা ও পাখিমারা পানি জাদুঘর আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপকূলীয় জনকল্যাণ সংঘের সভাপতি জয়নাল আবেদীন, প্রভাষক কৃষিবিদ বিধান চন্দ্র সাহা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কলাপাড়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক শাহাদৎ হোসেন বিশ^াস। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ কর্মী মেজবাহউদ্দিন মাননু। । বক্তারা ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীকে দখল-দূষণ মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ এবং ভরাট রোধে খননের দাবি জানান।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।