মদনে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস পালিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৪২, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মদনে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস পালিত

ADMIN, USA
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২০
মদনে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস পালিত

 

সুদর্শন আচার্য্য, মদন, নেত্রকোণা :
তথ্য অধিকার সংকটের হাতিয়ার, সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে, তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে নেত্রকোণা জেলার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তার হল মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার মোঃ ছদ্দু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক উপজেলা আওয়ামীলীগের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রোমান, তিয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফখরুদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতা বজায় রাখার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ জনগণকে জনসচেনতা বৃদ্ধির পাশাপাশি ঘরে বসেই যাতে তথ্য সহজেই পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রী এর ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে উনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন বক্তরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।