‘আসল পরীক্ষা’ দিতে হবে , ভিডিও বার্তায় ট্রাম্প – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৫১, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

‘আসল পরীক্ষা’ দিতে হবে , ভিডিও বার্তায় ট্রাম্প

প্রকাশিত অক্টোবর ৪, ২০২০
‘আসল পরীক্ষা’ দিতে হবে , ভিডিও বার্তায় ট্রাম্প

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে করোনা যুদ্ধে আগামী কয়েকদিন তাকে ‘আসল পরীক্ষা’ দিতে হবে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা একটি ভিডিও বার্তায় ট্রাম্প এমনটি বলেন।

 

ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, আমি এখানে এসেছি কারণ আমার ভালো লাগছিল না। আমি এখন আগের চেয়ে অনেক ভালো আছি। আমার মনে হয় আগামী কয়েকদিন আসল পরীক্ষা দিতে হবে। ভিডিও বার্তায় ট্রাম্প ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারের চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানান। এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন করোনা আক্রান্ত ট্রাম্প।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে হোয়াইট হাউজ চিকিৎসকরা সন্তুষ্টি প্রকাশ করলেও সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টা ট্রাম্পের জন্য বিপদজনক।স্থানীয় সময় শনিবার ডোনাল্ড ট্রাম্পের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, ট্রাম্পের অবস্থা এখনও বিপদমুক্ত নয়

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।