নিত্যপণ্যের বাজার মনিটরিং এর ত্তপর জোর দিতে হবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:৩০, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নিত্যপণ্যের বাজার মনিটরিং এর ত্তপর জোর দিতে হবে

editor
প্রকাশিত অক্টোবর ১১, ২০২০
নিত্যপণ্যের বাজার মনিটরিং এর ত্তপর জোর দিতে হবে

সম্পাদকীয়: দিন দিন পাগলা ঘোড়ার মতো বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। পেঁয়াজ নিয়ে দেশে প্রায়ই যা ঘটছে তা রীতিমতো ডাকাতি বলা চলে। অতিমুনাফাখোর সিন্ডিকেটের তথাকথিত ব্যবসায়ী নামধারী মজুদদাররা বোঝে না। কারণ তাদের মধ্যে না আছে মানবতা, না আছে দেশের মানুষের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ। এসব অতিমুনাফালোভী চালের মিল মালিক, পাইকার, মজুদদার এভাবে কোটি কোটি টাকা ফাও আয় করে মানুষকে জিম্মি করে। সত্যিকার অর্থে যা চরমভাবে অনৈতিক ও অসততাই কেবল নয়, বলা প্রয়োজন দণ্ডনীয় ও ঘৃণিত অপরাধও বটে। বর্তমান বাজারে মুরগির চেয়ে সবজির দাম বেশি। শিম বাজারে ১৩০ থেকে ১৬০ টাকা। আলু ৫০-৫৫ টাকা কেজি, ধনেপাতা, কাঁচামরিচের দাম ২৫০ থেকে ৩০০ টাকা। যেখানে ব্রয়লার মুরগির কেজি ১২০ থেকে ৩০ টাকা। তাই জনগণের স্বার্থরক্ষা, ভোক্তার অধিকার রক্ষায় সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাজার মনিটরিং ব্যবস্থা বাড়াতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।