আলুর দাম বৃদ্ধিতে ঠাকুরগাঁওয়ে কোল্ডষ্টোরেজ এ অভিযান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:৩১, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

আলুর দাম বৃদ্ধিতে ঠাকুরগাঁওয়ে কোল্ডষ্টোরেজ এ অভিযান

ADMIN, USA
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২০
আলুর দাম বৃদ্ধিতে ঠাকুরগাঁওয়ে কোল্ডষ্টোরেজ এ অভিযান

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

হঠাৎ করে আলুর দাম বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যগে ঠাকুরগাঁও সদর উপজেলার হিমাদ্রি কোল্ড স্টোরেজ ও হাওলাদার কোল্ড স্টোরেজগুলোতে ১৩ অক্টোবর ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
অভিযান পরিচালনাকালে তিনি কোল্ড স্টোরেজগুলোতে আলুর মজুদ সরেজমিন পরিদর্শন করেন এবং আলু মজুদদারদের তালিকা দেয়ার জন্য স্টোরেজের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। কেউ যাতে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে এর মুল্য বৃদ্ধি না করতে পারে,সেজন্য কোল্ড স্টোরেজগুলোতে এ ধরনের যাচাই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মজুদদারদের তালিকা অনুযায়ী এসব মজুদকারীদের ব্যাপারে খোজখবর নেবেন বলে জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।