কোভিড-১৯ সচেতন হত্তয়ার বিকল্প নেই - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:২০, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কোভিড-১৯ সচেতন হত্তয়ার বিকল্প নেই

editor
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২০
কোভিড-১৯ সচেতন হত্তয়ার বিকল্প নেই

সম্পাদকীয়: রাজধানীর ৪৫ শতাংশ মানুষ এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বস্তি এলাকায় বসবাসকারীদের মধ্যে ৭৪ ভাগ মানুষের মধ্যে অ্যান্টিবডি পাওয়া গেছে। গবেষকরা জানিয়েছেন, কোভিড-১৯ ভাইরাসের জিন বিশ্লেষণ করে তারা জানতে পেরেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশে প্রথম করোনার সংক্রমণ ঘটেছিল; যদিও প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। দাতা সংস্থা ইউএসএআইডি ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় গত ১৮ এপ্রিল থেকে ৫ জুলাই পর্যন্ত এ গবেষণা চালানো হয়। করোনা আক্রান্তদের মধ্যে ৮২ শতাংশেরই কোনো লক্ষণ ছিল না; ১২ শতাংশ মানুষের মধ্যে শরীরে মৃদু লক্ষণ দেখা দিয়েছে এবং মাত্র ৬ শতাংশ মানুষের মধ্যে রোগটির সম্পূর্ণ লক্ষণ দেখা গেছে। অন্যদিকে, আক্রান্তদের মধ্যে মাত্র ১৫ শতাংশকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে আর আক্রান্ত রোগীদের মধ্যে মাত্র ১ শতাংশ মারা গেছেন। ফলে এ সময় মানুষের সর্দি-কাশি বেশি হয়। তাছাড়া যাদের শ্বাসকষ্ট ও অ্যাজমার সমস্যা রয়েছে, তারাও এ সময় ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন। কোভিড-১৯ যেহেতু ভাইরাসজনিত একটি রোগ, তাই শীতকালে এর ব্যাপক সংক্রমণ থেকে সুরক্ষার জন্য আগাম প্রস্তুতির প্রয়োজন রয়েছে। এ অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছে বিশ্ববাসী। যতোদিন পর্যন্ত এর ভ্যাকসিন না আসবে ততোদিন পর্যন্ত সচেতনতার কোনো বিকল্প নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।