নাদিয়া ইসলাম মিম, কুষ্টিয়া :
কুষ্টিয়ার মিরপুরে কৃষি উন্নয়নের লক্ষে ‘বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প’র আওতায় বিভিন্ন ফসলের প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক কৃষিবিদ রুহুল কবীর।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এসব প্রদর্শনী পরির্দন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা সেলিম হোসেন, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা সুলতানা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফরহাদ শরীফ প্রমুখ।
‘বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প’র পরিচালক রুহুল কবীর কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
এসময় তিনি ‘বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প’র আওতায় পেঁয়ারা বাগান, পারিবারিক ফল বাগান, কলা, বলসুন্দরী কুল, আম, মাঠ ফসলের মধ্যে হলুদ, ধান, এবং মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য জৈব সার প্রদর্শনী পরিদর্শন করেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।