সম্পাদকীয়: ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী। এই জেলার অন্যতম উপজেলা হচ্ছে বেগমগঞ্জ। বেগমগঞ্জ এলাকা ছিল এক সময়ের শান্ত জনপদ। কিন্তু, এখন সস্ত্রাসীদের রীতিমত রামরাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। একটি এলাকায় ২৩ সস্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। যাদের লালন পালন করে থাকে কিছু অসাধু রাজনৈতিক দলের নেতারা। সন্ত্রাসী বাহিনীগুলোর প্রয়োজনে তাদের পাশে থাকছেন এই নেতৃত্ব। সন্ত্রাসী গ্রুপগুলোর কদর বেড়ে যায় বিভিন্ন নির্বাচনের সময়। তখন নির্বাচনী বৈতরণী পার হওয়ার লক্ষ্যে এদের ব্যবহার করা হয় আর এর বিনিময়ে তারা হয়ে উঠে দুর্দমনীয়। বেগমগঞ্জের সন্ত্রাসী গ্রুপগুলোর গড়ে ওঠার পেছনে নানা কারণ রয়েছে। রাজনৈতিক নেতৃত্বের আশ্রয়-প্রশ্রয় তো রয়েছেই, এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগের রাজনৈতিক কোন্দলকে কাজে লাগিয়ে অনেক সন্ত্রাসী আওয়ামী লীগে ভিড়েছে। পরে বাহিনীগুলো এতটাই প্রভাবশালী হয়ে উঠেছে যে, তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের সমাবেশেও হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছে। নোয়াখালী পুলিশ সুপারের এ দুটি পরামর্শ অচিরেই বাস্তবায়ন করা উচিত। নতুন আরেকটি থানার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পেন্ডিং রয়েছে। বিষয়টির দ্রুত নিষ্পত্তি করতে হবে। বেগমগঞ্জ এখন সন্ত্রাসের জনপদ আখ্যা পেয়েছে। এই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের উচ্চপর্যায় হস্তক্ষেপ করবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।