আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্প ও ওবামার বাকযুদ্ধ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫৫, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্প ও ওবামার বাকযুদ্ধ

editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২০
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্প ও ওবামার বাকযুদ্ধ

ইন্টারন্যাশনাল ডেস্ক: ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের পক্ষে পেনসিলভানিয়ায় নির্বাচনি প্রচারে ট্রাম্পকে ক্রেজি আঙ্কেল বা ক্ষ্যাপাটে চাচা আখ্যা দেন ওবামা। আর নর্থ ক্যারোলিনার সমাবেশে ২০১৬ সালের নির্বাচনের ফলাফল নিয়ে করা আগাম মন্তব্যের জন্য ওবামাকে উপহাস করেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন নির্বাচনের আর মাত্র ১৩ দিন বাকি থাকা অবস্থাতেও জনমত জরিপগুলোতে স্পষ্ট এগিয়ে আছেন জো বাইডেন। তবে বেশ কয়েকটি দোদুল্যমান রাজ্যে দুই প্রার্থীর ব্যবধান এতটাই কম যে ফলাফল যেকোনও দিকে ঘুরে যেতে পারে আর আগামী ৩ নভেম্বরের চূড়ান্ত ফল নির্ধারণ করে ফেলতে পারে। এদিকে মার্কিন নাগরিকেরা রেকর্ড গতিতে আগাম ভোট দেওয়া শুরু করেছেন। ইতোমধ্যে চার কোটি ২০ লাখ ভোটার পোস্টাল সার্ভিস কিংবা সশরীরে হাজির হয়ে ভোট দেওয়া সেরে ফেলেছেন। জো বাইডেন আগামী বৃহস্পতিবার রাতে শেষ নির্বাচনি বিতর্কের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটালেও সপ্তাহের বেশিরভাগ সময় দোদুল্যমান রাজ্যগুলোতে প্রচার চালিয়ে ব্যয় করেছেন। বাইডেনের হয়ে বুধবার নির্বাচনি প্রচারে যোগ দেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। নর্থ ক্যারোলিনায় তাকে আক্রমণ করতে ছাড়েননি ট্রাম্প।

ডেমোক্র্যাটিক পার্টির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ ওবামা বলেন, ভোটাররা নিজেদের পরিবারের সদস্যদের কাছ থেকেও এমন আচরণ প্রত্যাশা করেন না, যদি না তিনি কোনও ক্ষ্যাপাটে চাচা বা সেরকম কিছু না হন ‘তারা অন্যদের নিষ্ঠুর, বিভক্ত এবং বর্ণবাদী হতে সাহায্য করছে। আর এতে আমাদের সমাজের সুতো ছিঁড়ে যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।