রুবেল ইসলাম,রংপুর
বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ দফা দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় বেরোবি মূল ফটকের সামনে স্বাস্থ্যবিধি মেনে পোষ্টার হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা ।
সাধারণ শিক্ষার্থীদের ঘন্টাব্যাপী এই মানববন্ধনের পাঁচ দফা দাবিগুলো -অতিদ্রুত সকল বিভাগের সেশনজট নিরসন, দ্রুত অনলাইন ক্লাস চালু, সকল বিভাগের আটকে থাকা ফলাফলগুলো প্রকাশ, শিক্ষার্থীদের পতিতা, হকার ও কুলাঙ্গার বলা চতুর্থ শ্রেণীর কর্মচারী খোরশেদ আলমকে অবাঞ্ছিত ঘোষণা ও স্থায়ী বহিষ্কার , স্বাস্থ্যবিধি মেনে আটকে থাকা অষ্টম সেমিস্টার বা মাস্টার্স এর ফাইনাল পরীক্ষাগুলো নেয়া ।
মানববন্ধনের বক্তব্যে মাহমুদ মিলন বলেন- ক্যাম্পাসের তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী যখন শিক্ষার্থীদের হকার, পতিতা ও কুলাঙ্গার বলে গালি দেন তখন বুঝতে বাকি নেই আমাদের অবস্থান আজ কোথায় ? বলে তিনি প্রশ্ন তুলেন?তিনি বলেন-আজ আমরা বেরোবিয়ানরা এই কর্মচারীকে অবাঞ্ছিত ঘোষণা করলাম । এ সময় তিনি সকলকে তাদের অধিকার সম্পর্কে এবং অধিকার আদায় সম্পর্কে আরও সোচ্চার হতে বলেন ।এছাড়াও সেখানে অন্যান্য অনেক বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বক্তব্য প্রদান করেন ।
মানববন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা জানান যে-খোরশেদ আলম সকল শিক্ষার্থীদের অনুভূতি তে আঘাত করেছেন। যদি প্রশাসন উক্ত কর্মচারীকে স্থায়ীভাবে বহিষ্কার না করেন তবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা ।
উল্লেখ্য, এই বছরের মাঝামাঝি সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী খোরশেদ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বেরোবির শিক্ষার্থীদের পতিতা, হকার ও কুলাঙ্গার বলে গালি দিয়ে একটি পোষ্ট করেন । জিজ্ঞেসকালে তিনি উপাচার্যকে অবিহিত করে এই পোস্ট করেন বলে জানান ।তারপর থেকেই শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম, মানববন্ধন ইত্যাদির মাধ্যমে বিভিন্নভাবে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে আসছেন ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।