ইন্টারন্যাশনাল ডেস্ক: বিনামূল্যে আমেরিকানদের জন্য করোনার টিকা দেয়ার ঘোষণা দিলেন বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন । তিনি বলেন,প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি সংক্রমণ থেকে পরিত্রাণ পেতে জাতীয় কৌশলের অংশ হিসেবে আমেরিকার সব নাগরিককে বিনামূল্যে করোনাভাইরাস ভ্যাকসিন দেবেন। মহামারি পরিকল্পনা ঘোষণারত্ত সময় তিনি উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১১ দিন আগে মহামারি করোনাভাইরাস মোকাবিলা তুলে ধরেন বাইডেন। এসময় তিনি বলেন, ‘একটি নিরাপদ ও কার্যকর করোনা ভ্যাকসিন হাতে পেলে, তা যুক্তরাষ্ট্রের সব নাগরিককে বিনামূল্যে প্রদান করা হবে। ট্রাম্পকে ব্যর্থ উল্লেখ করে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট এরই মধ্যে হাল ছেড়ে দিয়েছেন এবং আমেরিকা ছেড়েছেন। মহামারির স্বাস্থ্যবিধি মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে চলা বাইডেন জানিয়েছেন, তিনি নির্বাচিত মহামারি নিয়ন্ত্রণে আনাতেই মনোযোগ দেবেন এবং দুর্ভোগে থাকা আমেরিকানদের সহযোগিতা করবেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।