সিনিয়র সাংবাদিক এইউএম ফখরুদ্দিন আর নেই

Daily Ajker Sylhet

২৪ অক্টো ২০২০, ০৩:১৫ অপরাহ্ণ


সিনিয়র সাংবাদিক এইউএম ফখরুদ্দিন আর নেই

ডেস্ক রিপোর্ট : সিনিয়র সাংবাদিক এইউএম ফখরুদ্দিন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাত ৯টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

খ্যাতিমান এ সাংবাদিক ইংরেজি দৈনিক দ্য হলিডেতে কর্মরত ছিলেন। এর আগে তিনি অধুনালুপ্ত মর্নিং নিউজ, বাংলাদেশ টাইমস, দ্য টেলিগ্রাফ পত্রিকায় নিষ্ঠার সাথে সাংবাদিকতা করেন।
তিনি একজন খাঁটি দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ছিলেন। সাংবাদিকতায় তারঁ নৈতিকতা ছিল অত্যন্ত উঁচুমানের। এদেশের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ে তাঁর অনেক লেখাপড়া ছিল। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি অনেক মুল্যবান ফিচার, নিবন্ধ লিখেছেন। সৎ ও অতি সাধারন জীবন ধারণে অভ্যস্ত তিনি আগ্রহী জুনিয়র সাংবাদিকদের অনুপ্রেরণা যোগাতেন।
তিনি জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের স্থায়ী সদস্য ছিলেন।
সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট মমতাজ বিলকিস তাঁর সহধর্মিনী।
আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। আমিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।