শীতে করোনার দ্বিতীয় ধাক্কা: সতর্ক থাকা দরকার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:১০, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

শীতে করোনার দ্বিতীয় ধাক্কা: সতর্ক থাকা দরকার

ADMIN, USA
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২০
শীতে করোনার দ্বিতীয় ধাক্কা: সতর্ক থাকা দরকার

সম্পাদকীয়: শীতকালে বায়ু শুষ্ক থাকে এবং ঘরের বায়ু চলাচল গ্রীষ্মকালের তুলনায় কম থাকে। এমন পরিবেশে ভাইরাসটি তুলনামূলক বেশি সময় বেঁচে থাকতে পারে। এ জন্য শীতকালে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ কিছুটা কমে এলেও শীতে আবার তা বাড়তে পারে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সতর্ক করেছেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। মাস্ক পরিধান না করলে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। কাজেই সবাই যাতে যথাযথ নিয়মে মাস্ক পরিধান করে তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হাত জীবাণুমুক্তকরণ এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। যারা আগে থেকেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, তাদের সুরক্ষায় কর্তৃপক্ষকে বিশেষ পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে বয়স্ক, গর্ভবতী মা ও শিশুদের সুরক্ষায় বিশেষ কার্যক্রম গ্রহণ করতে হবে। সঠিক নিয়মে মাস্ক পরিধান কেন জরুরি এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে। সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় করোনার দ্বিতীয় ঢেউ সফলভাবে মোকাবেলা করা সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।