প্রবাসীদের আয় বাড়াতে নতুন শ্রম বাজার খুঁজতে হবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৪২, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

প্রবাসীদের আয় বাড়াতে নতুন শ্রম বাজার খুঁজতে হবে

ADMIN, USA
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০
প্রবাসীদের আয় বাড়াতে নতুন শ্রম বাজার খুঁজতে হবে

সম্পাদকীয়: মহামারী শুরু হওয়ার আগে প্রতিমাসে দেশ থেকে অন্তত ৫০ হাজার কর্মী চাকরি নিয়ে বিদেশ যেতেন। এখন কর্মীদের বিদেশ পাঠানো সম্ভব হচ্ছে না। ফলে গত ৭ মাসে কয়েক লাখ কর্মী বিদেশ যাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। আবার ছুটিতে যারা দেশে এসেছিলেন, তাদের অনেকে যেতে পারেননি। অনেকে বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে বিদেশে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেও মহামারীর কারণে যেতে পারছেন না। এদিকে করোনার দ্বিতীয় তরঙ্গের কারণে মহামারী দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে এ সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকার বিদেশফেরতদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে স্বল্পসুদে ঋণ দেয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। এ জন্য পর্যাপ্ত তহবিলও আছে। এর বাইরে যারা বিদেশ থেকে বিভিন্ন কাজের অভিজ্ঞতা নিয়ে ফিরছেন, তাদের সংক্ষিপ্ত প্রশিক্ষণ দিয়ে সনদপত্র দেয়া হবে। এ সনদপত্র ভবিষ্যতে বিদেশে তাদের কাজে লাগবে। করোনার কারণে বিশ্বজুড়ে যে অনিশ্চয়তা ও সংকট সৃষ্টি হয়েছে, শিগগির তার সমাধান সম্ভব হচ্ছে না। সংকট কেটে গেলে বিশ্বজুড়ে নতুন করে শুরু হবে কর্মযজ্ঞ। তখন বিদেশে কর্মী পাঠাতে যাতে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়, আগে থেকেই তার প্রস্তুতি নিতে হবে। নানা কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো সংকটে আছে। তাই প্রবাসীদের কথা চিন্তা করে এবং প্রবাসীদের আয় বাড়াতে সরকারকে নতুন শ্রম বাজারের সন্ধ্যান করতে হবে। এজন্য কূটনীতিক চ্যানেলগুলোকে কাজে লাগাতে হবে। বাংলাদেশে যে শ্রমিকেরা পরিশ্রমি, মেধাবী এবং সৎ তা বিশ্বের বিভিন্ন দেশে তুলে ধরতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।