ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক আর নেই - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:৪৬, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক আর নেই

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ২, ২০২০
ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক আর নেই

ব্রিটিশ সাংবাদিক, লেখক রবার্ট ফিস্ক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

গত শুক্রবার (৩০ অক্টােবর) মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সেন্ট ভিনসেন্ট’স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট, আলজাজিরা ও গার্ডিয়ানের।

 

১৯৭০ এর দশক থেকে ফিস্ক মধ্যপ্রাচ্য বিষয়ে সাংবাদিকতা শুরু করেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনা ও সমস্যা নিয়ে লেখালেখির জন্য সব সময় সরব ছিলেন তিনি।

পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি বিভিন্ন ব্রিটিশ সংবাদপত্রের বৈদেশিক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতা করেছেন বলকান, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন যুদ্ধ নিয়ে। ২০০৫ সালে নিউইয়র্ক টাইমস রবার্ট ফিস্ককে ‘সম্ভবত ব্রিটেনের সবচেয়ে বিখ্যাত বৈদেশিক সংবাদদাতা’ বলে বর্ণনা করে।

রবার্ট ফিস্ক ১৯৪৬ সালে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্ট কাউন্টির মেইডস্টোন শহরে জন্মগ্রহণ করেন। পরে আয়ারল্যান্ডের নাগরিকত্ব নিয়ে ডাবলিনের ডলকিতে বসবাস শুরু করেন।

 

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।