রাত পোহালেই মার্কিন নির্বাচন  ২০২০ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:২৮, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

রাত পোহালেই মার্কিন নির্বাচন  ২০২০

STAFF USBD
প্রকাশিত নভেম্বর ২, ২০২০
রাত পোহালেই মার্কিন নির্বাচন  ২০২০
মাহফুজ আদনান: রাত পোহালেই (যুক্তরাষ্ট্র সময়) ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেনট নির্বাচন । এর মধ্য দিয়ে অবসান হবে গত দীর্ঘ কয়েকমাস বিরামহীন নির্বাচনী দৌড়ঝাপ । বিশ্বের সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কেন্দ্র করে পুরো দেশব্যাপী বইছে নির্বাচনী সুবাতাস । এরই মধ্য চলছে আগাম ভোট কার্যক্রম । করোনা মহামারি সময়ে গত কয়েকমাস যাবত পুরো দমে চলে বড় দুটি দল ক্ষমতাশীন রিপাবলিকান ও ডেমোক্রেটের প্রচারণা । তর্কে বিতর্কের মেতে উঠেন দুই প্রেসিডেনট প্রার্থী ডোনাল্ড ট্রামপ ও জো বাইডেন ।  নানান
কথামালায় তারা থাকেন আলোচনার শীর্ষে । বিশ্ব মোড়ল যুক্তরাষট্রের প্রেসিডন্ট নির্বাচন নিয়ে দেশে বিদেশে আলোচনা আর আগ্রহের শেষ নেই । কে হাসবেন শেষ হাসি তা এখন দেখার পালা । মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৩ নভেম্বর মুখোমুখি হতে যাওয়া বর্তমান প্রেসিডেনট  ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শনিবার ৩১ অক্টোবর জো বাইডেন যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে শহরে কার র‍্যালিতে অংশ নিয়ে বলেছেন, গত চার বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তার এখন ব্যাগ গুছিয়ে বাড়ি ফেরার সময় হয়েছে।
বাইডেন বলেন, আগামী ৩ দিনের মধ্যে আমরা এমন একজন প্রেসিডেন্টের দায়িত্বের অবসান ঘটাতে পারি যিনি জাতিকে বিভক্ত করেছেন। লাখ লাখ মার্কিন নাগরিক ইতিমধ্যে ভোট দিয়েছেন। আগামী কয়েকদিন আরো লাখ লাখ মার্কিন নাগরিক ভোট দেবেন। আপনাদের কাছে আমার সহজ বার্তা তা হলো দেশের পরিস্থিতি পরিবর্তন আপনারাই করতে পারেন।
উল্লেখ্য, আগামীকাল ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের তারিখ থাকলেও দেশটিতে ডাকযোগে বা সশরীরে ভোটকেন্দ্রে গিয়ে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এরই মধ্যে প্রায় নয় কোটি ভোটার আগাম ভোট দিয়ে দিয়েছেন। গত এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে এটি সর্বোচ্চ আগাম ভোটের রেকর্ড বলে জানায় ইউনিভার্সিটি অব ফ্লোরিডা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।