প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ ধরে রেখেছে ডেমোক্র্যাটরা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৪০, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ ধরে রেখেছে ডেমোক্র্যাটরা

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ৩, ২০২০
প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ ধরে রেখেছে ডেমোক্র্যাটরা

প্রত্যাশা অনুসারে প্রতিনিধি পরিষদে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে ডেমোক্র্যাটসরা। ইউএস নেটওয়ার্কের প্রতিবেদন বলছে, ৪৩৫ আসনের কক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা সামান্য বেড়েছে।

নির্বাচনের অন্তত চার বা পাঁচটি আসন বাড়বে বলে প্রত্যাশা করেছিলেন হাউস স্পিকার ন্যাননিস পেলোসি। নির্বাচনের এই ফলে পেলোসির হাত আরও শক্তিশালী হয়েছে।

 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের নির্বাচনী লড়াই চলছে। ভোট শেষ হওয়ার পর এখন নির্বাচনী ফলের জন্য অপেক্ষায় আছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা।

এখন পর্যন্ত ডেমোক্র্যাটিকদলীয় প্রার্থী জো বাইডেন ১৩১টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন। আর প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ৯৫টি।

এখন পর্যন্ত যতটুকু ফল বের হচ্ছে, তাতে ইন্ডিয়ানা, কেন্টাকি, ওকলাহোমা, টেনিসি ও ওয়েস্ট ভার্জিয়ানাসহ ১৪ রাজ্যে ক্ষমতাসীন প্রেসিডেন্ট এগিয়ে আছেন। ২০১৬ সালের নির্বাচনেও এসব রাজ্যে জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

আর নিউইয়র্ক, রাজধানী ওয়াশিংটন, নিজের শহর ডেলাওয়ারসহ ১২ রাজ্যে এগিয়ে জো বাইডেন।

এর আগের নির্বাচনে এসব রাজ্যে জয়ী হয়েছিলেন ডেমোক্র্যাটদলীয় প্রার্থী হিলারি ক্লিনটন।

এখন পর্যন্ত বাইডেনের দখলে ১৩১ ইলেক্টোরাল ভোট, আর ট্রাম্পের ৯৫টি। ম্যাজিক সংখ্যা হলো ২৭০টি। জিততে হলে এই সংখ্যক ইলেক্টোরাল ভোট জিততে হবে প্রার্থীকে।

পর্যবেক্ষকরা বলছেন, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে এই নির্বাচনে।

 

 

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।