ফিফা-২১ পেশাদার ফুটবলারের পছন্দ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:১২, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ফিফা-২১ পেশাদার ফুটবলারের পছন্দ

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ৯, ২০২০
ফিফা-২১ পেশাদার ফুটবলারের পছন্দ

বিশ্ব গেমিং ইন্ডাস্ট্রিতে ফিফা ২১ এতটাই সফল এবং জনপ্রিয় যে, একজন পেশাদার ফুটবলারও অবসর সময়ে ফিফা খেলে কাটান।

২৭ বছরের পুরনো এ গেমটি এতটাই জনপ্রিয় যে, স্বয়ং লেস্টার সিটি ও ইংল্যান্ড দলের মিডফিল্ডার জেমস ম্যাডিসন অবসর সময়ে ফিফা খেলেই সময় কাটান। এর ফলে তিনি অনলাইনে বেশ ভালো জনপ্রিয়তাও পেয়েছেন। তিনি বলেন, ফিফায় প্রতিটি ম্যাচ খেলার পর তিনি প্রচুর মেসেজ পান।

 

তবে মাঠের খেলায় বিশ্বমানের হলেও ফিফার ভার্চুয়াল জগতে তিনি গেমারদের সঙ্গে ঠিক পেরে উঠছেন না। তিনি বলেন, যখন কেউ জানতে পারে তিনি প্রিমিয়ার লিগের একজন পেশাদার খেলোয়াড়ের বিরুদ্ধে খেলছেন তখন মনোযোগ একটু বাড়তি দিয়েই খেলেন। তবে, বিষয়টি বেশ উপভোগ করছেন তিনি।

ফিফা২১-এ এভাবেই সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মজে গেছেন। গেমাররা এ ভার্সনে অনেক পরিবর্তন আশা করলেও ফিফা গেমসটিকে আগের মতোই রেখেছে এবং গেমাররা বিষয়টি বেশ পছন্দ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।