নরসিংদীর রায়পুরায় মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত মায়েদের হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৫৫, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নরসিংদীর রায়পুরায় মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত মায়েদের হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ৯, ২০২০

 

এম নূর উদ্দিন আহমেদ, নরসিংদী :

“ শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (০৯ নভেম্বর) সকালে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের জন্য হেল্থ ক্যাম্প এর আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
হেল্থ ক্যাম্পের মাধ্যমে ৪২৫ জন কর্মজীবি মহিলাদের বিনামুল্যে চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার, ট্রেইনার কবরি আহমেদ প্রমুখ।
এসময় চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-কমিউনিটি স্বাস্থ্য সহকারী জহির উদ্দিন ও উত্তম কুমার দে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।