রফিকুল ইসলাম, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে অভাব অনাটনের সংসারে দু’বেলা দু’মুঠো খাবার জোটাতে কাঁধে জোঁয়াল নিয়ে ঘানী টেনে জীবিকা নির্বাহ করছেন জাক্কু মিয়া।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাদারজানি গ্রামের জাকির হোসেন ওরফে জাক্কু মিয়ার সরিষা ভাঙ্গানোর একখানা ঘানী রয়েছে। জাক্কু এক সময় বলদ গরু দ্বারা ঐ ঘানী টেনে সরিষা থেকে তৈল বের করে বাজার জাত করতো। তা থেকে যা লাভ হতো তা দিয়ে কোন মতে সংসার চলতো। কিন্তু জাক্কুর একমাত্র পুত্র আব্দুল আলীম বহুবিবাহে জড়িয়ে পড়লে আব্দুল আলীমসহ তার পিতা মাতা ও আত্মীয় স্বজনের নামে নারী ও শিশু নির্যাতন দমনে একাধিক মামলা দায়ের হয়। গ্রেফতারের ভয়ে তখন আব্দুল আলীম গ্রাম থেকে নিরুদ্দেশ হয়ে যায়। নিরুদ্দেশ আসামী আলীমের বিরুদ্ধে দায়েরকৃত ওই সকল মামলা চালাতে জাক্কু মিয়াকে তার নিজস্ব বাড়িসহ সাক্যুল্য কৃষি জমি বিক্রি করতে হয়। জমি বিক্রির সমস্ত টাকা মামলায় ব্যয় করে সর্বশান্ত জাক্কু শেষ পর্যন্ত ঘানী টানার বলদটিও বিক্রি করে দেন।
বর্তমানে জাক্কুর আর্থিক অবস্থা সোচনীয় হয়ে পরায় গরু কেনার সামর্থ না থাকায় গরুর পরিবর্তে নিজ কাঁধে গরুর জোঁয়াল তুরে নেন। ৭০ বছর বয়সী জাক্কু মিয়া বয়সের ভারে নূয়ে পরায় তার একার পক্ষে প্রতিনিয়ত ঘানী টানা সম্ভব হয়ে ওঠে না। তাই তাকে স্ত্রী রাবেয়া খাতুন ঘানী টানার কাজে সাহায্য করে থাকে। জাক্কু’র ১ম স্ত্রী ( আব্দুল আলীমের মা) মারা গেলে একই গ্রামের রাবেয়া খাতুনের সাথে ২য় বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২য় পক্ষে জাক্কুর ঔরসজাত ২ কন্যা সোহাগী ও খুশিকে নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। কষ্টে-সৃষ্টে বড় মেয়ে সোহাগীকে বিয়ে দিলেও অর্থের অভাবে বিয়ে নামক কাজটি ঘটছে না খুশীর জীবনে।
জাকির হোসেন জাক্কু বলেন, বার্ধক্য বয়সে নিজ কাঁধে ঘানী টানা খুবই কষ্টকর । বৃদ্ধ বয়সে কষ্ট এড়ানোর জন্য মাঝে মাঝে ঘানী টানার কাজ বন্ধ রেখে অন্যের বাড়ি শ্রম বিক্রি করতে হয়। বৃদ্ধ হওয়ার কারণে অনেকে আবার শ্রম নিতে চায় না। তাছাড়াও সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থা দেখে ঘরে বিবাহ যোগ্য মেয়ে রেখে অন্যত্র কাজ করতে সাহস পাই না। তাই সরকারী খাসের জায়গায় বাড়িতে জীবিকা নির্বাহ করতে নিজ কাঁধে জোঁয়াল টেনে প্রতিনিয়ত ঘানী টেনে যাচ্ছি।
তার স্ত্রী রাবেয়া জানান, বৃদ্ধ বয়সে ঘানী টানা খুব কষ্ট, তাই সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমি কাজে সাহায্য করে থাকি।
মানবেতর জীবন থেকে মুক্তি পেতে একটি ঘানী টানার বলদ ও ছোট মেয়ে খুশী’র বিয়ের জন্য ভূমিহীন জাকির হোসেন জাক্কু সমাজের বৃত্তবান মানুষদের কাছে ও সরকারী ও বেসরকারী সংস্থার কাছে সাহায্য -সহযোগিতা প্রত্যাশা করেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।