সম্পাদকীয়: নদীমাতৃক দেশ বাংলাদেশ। নদীকে দখল ও দূষণমুক্ত রাখতেও বেড়েছে সরকারি উদ্যোগ। এটি ইতিবাচক তো বটেই। বাস্তবতা হল, সরকারের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে, প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। আমরা জানি, নদীর দূষণ সীমানা মানে না। উজানে কোনো নদীতে দূষণ ছড়ানো হলে তার প্রভাব পড়ে ভাটি অঞ্চলে। এজন্য নদী সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে উদ্যোগ সরকারিভাবে নিতে হবে অববাহিকাভিত্তিক এবং তৃণমূল পর্যায়ে। প্রত্যেক নদী দূষণমুক্ত রাখতে আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে কঠোরভাবে। গত এক দশকের কার্যক্রমে এ দেশের কত শতাংশ মানুষ সচেতন হয়েছেন নদী সুরক্ষার ব্যাপারে? এক্ষেত্রে আশাবাদী হওয়ার মতো উত্তর হয়তো মিলবে না। এজন্য আমরা চাইব, নদী সুরক্ষায় বিভিন্ন সংগঠন ও সংস্থার যেসব যৌক্তিক সুপারিশ রয়েছে, যেগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হচ্ছে, সেসব আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে আরও অগ্রণী ভূমিকা পালন করবে সরকার। নদী সুরক্ষায় রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায় থেকে পদক্ষেপ নেয়া হলে তার সুফল যে খুব দ্রুতই পাওয়া যায়, তার প্রমাণ কিন্তু আমরা কিছু ক্ষেত্রে পেয়েছি। প্রতিটি নদীকে দূষণমুক্ত রাখতে পারলেই হয়তো গড়তে পারব সুন্দর পরিবেশের বাংলাদেশ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।