বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণার উৎস: রাষ্ট্রপতি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৪৯, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণার উৎস: রাষ্ট্রপতি

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ৯, ২০২০
বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণার উৎস: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট, ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়। বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি সত্তা, একটি ইতিহাস। জীবিত বঙ্গবন্ধুর মতোই অন্তরালের বঙ্গবন্ধু শক্তিশালী। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, এদেশের জনগণ থাকবে, ততদিনই বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে স্মারক বক্তৃতায় রাষ্ট্রপতি এসব কথা বলেন। সংসদের বৈঠক শুরু হলে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করেন। এ সময় বিউগলে ফ্যানফেয়ার বাজানো হয়।সংসদ কক্ষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণ দেখানোর সময় আবেগাপ্লুত হয়ে যান শেখ হাসিনা। তাকে কয়েকবার চোখ মুছতে দেখা গেছে। তিনি আরত্ত বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোকে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। যারা বাস্তবকে অস্বীকার করে কল্পিত কাহিনী ও পরিস্থিতি বানিয়ে দেশের সরলপ্রাণ মানুষকে বিভ্রান্ত ও বিপথগামী করে দেশের শান্তি ও অগ্রগতিরধারাকে ব্যাহত করতে চায়, তাদের বিরুদ্ধে একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রতিরোধগড়ে তুলতে হবে। তাহলেই প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, স্বার্থক হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।