বিদায়লগ্নে ভার্চুয়ালি জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:০০, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বিদায়লগ্নে ভার্চুয়ালি জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প

প্রকাশিত নভেম্বর ২১, ২০২০
বিদায়লগ্নে ভার্চুয়ালি জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রাণঘাতি করোনা ভাইরাস মহামারির কারণে এবারের জি-২০ সম্মেলন ভার্চুয়ালি আয়োজন করা হবে। এতে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটের দিনের পর ডোনাল্ড ট্রাম্প খুব বেশি প্রকাশ্যে হাজির হননি। হোয়াইট হাউজের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সৌদি আরবের আয়োজনে শনি ও রবিবার সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এবারই প্রথম কোনও আরব দেশ জি-২০ সম্মেলনের আয়োজন করছে।তবে কোন অনুষ্ঠানে তিনি যুক্ত হবেন তা নির্দিষ্টভাবে জানা যায়নি। বিশ্বের ১৯টি বৃহৎ অর্থনীতি ও ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনে সভাপতিত্ব করবেন সৌদি আরবের বাদশাহ সালমান। যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বরের নির্বাচনের পর ট্রাম্প এখনও তার হার স্বীকার করেননি। নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে তিনি জো বাইডেনের জয় মেনে নিচ্ছেন না। এমন পরিস্থিতিতে সম্মেলনে অংশগ্রহণ করবেন ট্রাম্প।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code