জোকোভিচ সেমিতে – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:০০, ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

জোকোভিচ সেমিতে

প্রকাশিত নভেম্বর ২২, ২০২০

জার্মানির আলেক্সান্ডার জভেরেভকে সরাসরি সেটে হারিয়ে এটিপি ফাইনালসের সেমিফাইনালে উঠেছেন র‌্যাংকিংয়ের শীর্ষ খেলোয়াড় নোভাক জোকোভিচ।

লন্ডনে শুক্রবার এই সার্বিয়ান তারকা জভেরেভকে হারান ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে। প্রতিযোগিতায় পাঁচবারের চ্যাম্পিয়ন জোকোভিচ শেষ চারে লড়বেন ‘লন্ডন ২০২০’ গ্রুপের চ্যাম্পিয়ন ডমিনিক থিমের বিপক্ষে।

 

টোকিও ১৯৭০’ গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ চারে উঠেছেন জোকোভিচ। এই গ্রুপে চ্যাম্পিয়ন হবে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা রাশিয়ার দানিল মেদভেদেভ গ্রুপপর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানকে হারান ৬-৩, ৬-৩ গেমে। র‌্যাংকিংয়ের শীর্ষ আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে খেলেন মৌসুম শেষের এই টুর্নামেন্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।