বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ক্রিকেটাররা কত টাকা পুরস্কার পাচ্ছেন?

Daily Ajker Sylhet

২২ নভে ২০২০, ০৬:২৮ পূর্বাহ্ণ


বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ক্রিকেটাররা কত টাকা পুরস্কার পাচ্ছেন?

আর মাত্র একদিন পরেই পর্দা উঠবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

কোচ, অধিনায়ক, চূড়ান্ত একাদশ আর ম্যাচ সূচি সবই নির্ধারণ হয়ে গেছে। পাঁচ দলের সবার জার্সিও উন্মোচন হয়েছে।

 

এবার জানা গেল, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের চ্যাম্পিয়নদের পুরস্কার।  এর আগে অনুষ্ঠিত বিসিবি প্রেসিডেন্টস কাপে প্রাইজমানি দেয়া হয়েছিল কিন্তু ক্রিকেটারদের জন্য কোনো পারিশ্রমিক বরাাদ্দ ছিল না। ম্যান অব দ্য ম্যাচ, সেরা বোলার, ফিল্ডার ও ব্যাটসম্যানের জন্য প্রতি ম্যাচেই পুরস্কার ছিল। আসর সেরা পারফরমারের জন্য বরাদ্দ ছিল ২ লাখ টাকা।

তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।  জানা গেছে, চার ক্যাটাগরিতে ১৫ লাখ, ১০ লাখ, ৬ লাখ ও ৪ লাখ টাকা করে পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা।

সে হিসাবে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাচ্ছেন ১৫ লাখ টাকা করে।  অর্থাৎ সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ ও মোস্তাফিজ পাচ্ছেন ১৫ লাখ করে।

‘বি’ ক্যাটাগরিতে সৌম্য সরকার, লিটন দাস, সাইফউদ্দীন, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্তদের জন্য থাকছে ১০ লাখ টাকার পারিশ্রমিক।

‘সি’ ক্যাটাগরিতে এনামুল হক বিজয়, সাব্বির রহমান, ফরহাদ রেজারা পারিশ্রমিক পাবেন ৬ লাখ টাকা করে।

আর ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাচ্ছেন ৪ লাখ টাকা করে পারিশ্রমিক। এই ক্যাটাগরিতে আছেন– আকবর আলী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনসহ বিশ্বজয়ী যুবদলের ক্রিকেটারসহ মোহাম্মদ আশরাফুল, সোহরাওয়ার্দি শুভ।

তা হলে বোঝা গেল, ম্যাচ ফি না থাকলেও পাঁচ দলের এ টুর্নামেন্টে সব ক্রিকেটারই নিজ নিজ মান অনুসারে টাকা পাবেন।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য কোনো অর্থ পুরস্কার থাকবে কিনা? এমন প্রশ্নে কোনো সিদ্ধান্তের কথা জানাননি বিসিবি কর্মকর্তারা।

তবে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, প্রাইজমানি চূড়ান্ত না হলেও ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ে পুরস্কৃত করা হবে বলেই জানি। ২৪ নভেম্বর আসরের উদ্বোধনের সময় বিসিবিপ্রধান এ নিয়ে বক্তব্য দিতে পারেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।