করোনার প্রভাবে দেশের শিল্প খাতে মন্দা চলমান রয়েছে। এরই মধ্যে করোনা সংক্রমণের হার ও মৃত্যু দুটিই বেড়েছে। ফলে আগামী দিনে দেশের শিল্প খাত যে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে তা বলাই বাহুল্য। এর লক্ষণও দেখা দিয়েছে।
সাম্প্রতিক সময়ে এ খাতে মেয়াদি ঋণ বিতরণ, শিল্পের যন্ত্রপাতি-কাঁচামাল-মধ্যবর্তী শিল্পপণ্য আমদানি কমেছে। একই সঙ্গে কমেছে এসব পণ্য আমদানির এলসি খোলার হার। শিল্প উৎপাদনের হারও নিুমুখী। ওদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে অনেক দেশে সীমিত আকারে লকডাউন চলছে।
সবটা মিলিয়ে আগামী দিনে শিল্প খাতে যে নেতিবাচক প্রভাব পড়বে, তা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।
শিল্প খাতে দীর্ঘমেয়াদি যে মন্দার আশঙ্কা করা হচ্ছে, তা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় তা এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, করোনা অর্থনীতির সব খাতেই আঘাত করেছে। এর ক্ষত না শুকাতেই আসছে করোনার দ্বিতীয় ঢেউ। এতে ক্ষতি আরও বাড়বে। এ ক্ষতি পোষাতে সচল শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাজের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।