ম্যারাডোনার প্রয়ান: অবিস্মরণীয় হয়ে থাকবেন তিনি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০০, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ম্যারাডোনার প্রয়ান: অবিস্মরণীয় হয়ে থাকবেন তিনি

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২০
ম্যারাডোনার প্রয়ান: অবিস্মরণীয় হয়ে থাকবেন তিনি

সম্পাদকীয় : ফুটবলের জীবন্ত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার আকস্মিক মৃত্যুতে সারা বিশ্বের ফুটবল অনুরাগীর মতো বাংলাদেশের মানুষও ব্যথিত। হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে তার এ প্রয়াণকে অকালমৃত্যুই বলতে হয়। ম্যারাডোনা ছিলেন এমন একজন ব্যক্তি, যাকে মৃত্যুর পরও যুগে যুগে মানুষ স্মরণ করবে তার জাদুকরী খেলার জন্য। ফুটবল থেকে অবসর নেয়ার এত বছর পরও ম্যারাডোনা সারা বিশ্বে আবালবৃদ্ধবনিতার প্রিয় একটি নাম। দরিদ্র পরিবারে জন্ম নিয়েও জাদুকরী খেলার মাধ্যমে সারা বিশ্বকে মাতিয়ে দিয়েছিলেন বলেই হয়তো তিনি সাধারণ মানুষের কাছে এত প্রিয়। শুধু জনপ্রিয়তার কারণেই নয়, খেলার নৈপুণ্যের দিক থেকেও তিনি সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন। তার একেকটি গোল বারবার দেখার মতো। বিশ্ব ফুটবলের ইতিহাসে ম্যারাডোনার মতো তার গোলগুলোও স্মরণীয় হয়ে থাকবে। বস্তুত ম্যারাডোনা ফুটবলকে অনুপম শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। ১৯৮৬ সালের বিশ্বকাপে ম্যারাডোনার বহুল আলোচিত গোলটির কথা সবার মনে থাকার কথা, যাকে তিনি বলেছিলেন ঈশ্বরের হাতের গোল। এ গোলের কারণে ভক্তদের অস্বস্তিদায়ক অনুভূতি সত্ত্বেও একই খেলায় ম্যারাডোনার দ্বিতীয় গোলটিকে সাধারণ মানুষ বিশ্বকাপের সেরা গোল হিসেবে নির্বাচিত করেছিল। বাংলাদেশেও ম্যারাডোনার জনপ্রিয়তা বিপুল। মূলত তার কারণেই এ দেশের বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থক হয়েছেন। ম্যারাডোনার মৃত্যু হলেও বিশ্ব ফুটবলের ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।