সাঁথিয়া (পাবনা) :
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্র্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হওয়া। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অদৃশ্য শত্রু করোনা যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। করোনা মোকবেলায় যে কোন মূল্যে জনগনের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, সাঁথিয়ায় জঙ্গীদের ব্যাপক তৎপর লক্ষ করা যাচ্ছে। জঙ্গীদের প্রতিহত করতে সকলকে সজাগ থাকার আহবান জানান। গতকাল শুক্রবার পাবনার সাঁথিয়ার ধুলাউড়িতে গণহত্যা দিবস পালন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস,এম জামাল আহমেদের সভাপতিত্বে ও রঞ্জু ফকিরের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পাবনা জেলা মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল ইসলাম বাবলু, সাঁথিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ,আব্দুল লতিফ আফতাব উদ্দিন,জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান জরিফ মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লেলিন, সদস্য রেজাউল করিম ফকির, হাসানুর রহমান রতন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুক্তিযোদ্ধা শুকুর আলী। এর আগে এমপি শহীদদের স্মৃতি সৌধে পুষ্পমাল্য অপর্ন করেন। ১৯৭১ সালে ২৭ নভেম্বর রাতে পাক হানাদার বাহিনী ধুলাউড়ি গ্রাম ঘিরে ফেলে ৮জন প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ ১৯ জনকে গুলি করে ও বেওনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।