লিবিয়ায় মানব পাচার বন্ধ করতে হবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৪৯, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

লিবিয়ায় মানব পাচার বন্ধ করতে হবে

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০
লিবিয়ায় মানব পাচার বন্ধ করতে হবে

সম্পাদকীয় : সাধারণত মোটা অঙ্কের বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে লিবিয়া যেতে দেশের বিভিন্ন এলাকার সহজ-সরল মানুষকে প্রলুব্ধ করত মানব পাচারকারী চক্রটি। পরে পাচার হওয়া লোকজনের আত্মীয়স্বজনের কাছে চুক্তির টাকাসহ অতিরিক্ত অর্থ দাবি করে তা আদায়ের লক্ষ্যে কার্যত বন্দি’ থাকা অভিবাসন প্রত্যাশীদের প্রচণ্ড মারধর করা হতো। শুধু তাই নয়, এ ঘটনার ভিডিওচিত্র ও কান্নার শব্দ মোবাইল ফোনের মাধ্যমে দেশে অবস্থানরত পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনকে শোনানো হতো। লিবিয়া নয়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের প্ররোচনায় মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অবৈধ পথে পাড়ি জমাতে গিয়ে অনেক বাংলাদেশি নিজেদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এ অবস্থার অবসান জরুরি। বিদেশে আর একজন বাংলাদেশিও যাতে অনাকাক্সিক্ষত নির্যাতন কিংবা হত্যাকাণ্ডের শিকার না হন, সে জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমাদের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব বিবেচনায় নিয়ে পুরো অভিবাসন প্রক্রিয়া সুশৃঙ্খল পরিকল্পনার আওতায় এনে সরকারের উচিত সবকিছু ঢেলে সাজানো। জনশক্তি রফতানি খাতে অনিয়ম-অব্যবস্থাপনা দূর করা গেলে অবৈধ পন্থায় বিদেশ গমনের প্রবণতা যেমন হ্রাস পাবে, তেমনি রেমিটেন্স প্রবাহে পড়বে এর ইতিবাচক প্রভাব। মানব পাচার যেহেতু আন্তঃদেশীয় সমস্যা এবং কোনো দেশের একার পক্ষে এ সমস্যার সমাধান সম্ভব নয়; তাই মানব পাচার রোধে জনশক্তি রফতানিকারক, ট্রানজিট এবং জনশক্তি গ্রহণকারী দেশগুলোর একযোগে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে আসা উচিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।