সৈকতে হাঁটছিলেন মারিয়া ওয়েজেনের। হঠাৎ অনেকগুলি নীল-রঙা প্রাণী দেখে চমকে উঠলেন তিনি। ছবি তুলে ফেসবুকে আপলোডও করলেন সাথে সাথে। তারপরই প্রাণীটি নিয়ে গবেষণা শুরু হয়।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্টের বরাতে জানা যায়,মারিয়া ওয়েজেনের জানান, বহু বছর ধরে তিনি ওই সৈকতের কাছাকাছিই থাকেন। তাঁর দাবি, তিনি কোনও দিন এখানে এই ধরনের কোনও প্রাণী দেখেন নি। স্টারফিস তাঁর চোখে পড়েছে। এবং তাঁর হাতের কাছে পড়লেই তিনি তাদের ধরে জলে ঠেলে দেন। কিন্তু এই ড্রাগন প্রকৃতির প্রাণী টি দেখে তাঁর সন্দেহ হয়।
নীল-রঙা এই সামুদ্রিক প্রাণীটির বৈজ্ঞানিক নাম গ্ল্যাকাস আটলান্টিকাস। তবে ব্লু ড্রাগন নামেই বেশি পরিচিত এরা। এদের শরীরে যে হুলটি আছে কোনও ভাবে এরা সেটি কারও শরীরে ফুটিয়ে দিলে আক্রান্তের বমি-বমি ভাব লাগে, ত্বকে অ্যালার্জি দেখা যায়, অত্যন্ত যন্ত্রণাও হয় সারা শরীরে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।