করোনা পরিস্থিতি: শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালে এগিয়ে নিতে হবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:২৫, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

করোনা পরিস্থিতি: শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালে এগিয়ে নিতে হবে

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২০
করোনা পরিস্থিতি: শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালে এগিয়ে নিতে হবে

সম্পাদকীয়: করোনা মহামারীর কারণে শিক্ষা খাতে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এক মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি হিসেবে শিক্ষার্থীদের পাঠের সিলেবাস পর্যালোচনার কাজ চলছে। শিক্ষার্থীর বয়স ও শ্রেণি অনুযায়ী প্রস্তুত করা হচ্ছে সিলেবাস। এক মাস পরও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব না হলে বিকল্প কী করা যায়, এসব নিয়ে ভাবছে কর্তৃপক্ষ। দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর জনগণের সুরক্ষা নিশ্চিত করার জন্য নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। লক্ষণীয় বিষয় হল, সরকার শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এ বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। আশা করা যাচ্ছে, সরকার যখন নিশ্চিত হবে শিক্ষার্থীরা ঘরের বাইরে গিয়ে কোনো রকম ঝুঁকিতে পড়বে না, তখনই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে। শিক্ষা নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকে গত কয়েক মাসের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য নানা রকম পরামর্শ দিয়ে থাকেন। এসব বিষয়ে মন্তব্য করার আগে করোনার কারণে ভবিষ্যতে সমগ্র বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়তে পারে এসবও বিবেচনায় রাখতে হবে। ইতোমধ্যে শিক্ষার বিভিন্ন স্তরে অনলাইন ও দূরশিক্ষণ পদ্ধতিতে লেখাপড়া চালু হলেও এতে শিক্ষার্থীরা কতটা উপকৃত হচ্ছে এটা এক বড় প্রশ্ন। শিক্ষার্থীর সুবিধার্থে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে ইন্টারনেট সেবা প্রদানের বিষয়টি বিবেচনা করা দরকার। শিশু শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতির শিক্ষা কার্যক্রমবিষয়ক পরিকল্পনায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের যুক্ত করা দরকার। তা না হলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টির আশঙ্কা থেকে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।