সম্পাদকীয়: অদৃশ্য শত্রু করোনা ভাইরাস মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে । দেশে দেশে চলছে লকডাউন। স্পষ্টতই দেশে করোনা সংক্রমণের প্রকোপ বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। তাই করোনার বিস্তার রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প এ মুহূর্তে নেই। করোনাভাইরাসের ক্ষেত্রে সেলফ কোয়ারেন্টিন, হোম কোয়ারেন্টিনের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখা জরুরি। কারণ এর মধ্যেই নিহিত রয়েছে ব্যক্তি ও সমষ্টির মঙ্গল ও কল্যাণ। সবাইকে মনে রাখতে হবে, কোয়ারেন্টিন কোনো সাজা নয়; নিজের ও পরিবারের, সর্বোপরি দেশবাসীর কল্যাণে নিরাপত্তা ও সুরক্ষামূলক একটি মহৎ প্রচেষ্টা। আমাদের হাসপাতালগুলো সাধারণত জনাকীর্ণ থাকে। করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী প্রচলিত ব্যবস্থাপনায় এসব হাসপাতালে যাওয়া-আসা করলে অন্যদের সংক্রমণের ঝুঁকি বাড়বে। এদিকে দৃষ্টি দেয়া জরুরি। একইসঙ্গে কাঁচাবাজারের বিক্রয় ব্যবস্থাপনাও ঢেলে সাজানো দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। চীনে এ ভাইরাসটি ছড়িয়েছে এমন একটি বাজার থেকে, যেখানে বিভিন্ন ধরনের পশু, পাখি, মাছ একই স্থানে বিক্রি হতো। আমাদের দেশেও প্রায় প্রতিটি বাজারেই মাছ, মুরগি, গরু, ছাগল ইত্যাদি একসঙ্গে বিক্রি হয়। এখান থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়া অস্বাভাবিক কিছু নয়। এ অবস্থায় প্রচলিত বিক্রয় পদ্ধতি ও বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আনার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা উচিত বলে মনে করি আমরা। করোনার বিস্তাররোধে সরকারকে আর কঠোর হতে হবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।