কুমিল্লার চান্দিনায় দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার থেকে বিয়ার উদ্ধার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:২১, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কুমিল্লার চান্দিনায় দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার থেকে বিয়ার উদ্ধার

STAFF USBD
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২০
কুমিল্লার চান্দিনায় দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার থেকে বিয়ার উদ্ধার

 

 

কাজী রাশেদ, চান্দিনা

কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর এলাকায় আঞ্চলিক সড়কে  দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার থেকে ২৮৮ টি বিদেশি বিয়ায় ক্যান উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১দেড় দিকে  কুটুম্বপুর-কালিয়ারচর সড়কে  এঘটনা ঘটে।

এসময় মোক্তার হোসেন নামে  আহত অবস্থায়  গাড়ি চালককে আটক করা হয়। আটক চালক বরিশালের বানারীপাড়ার পূর্ব উদয়পুর গ্রামের  আব্দুল হাফিজ মোল্লার ছেলে। তবে সে ঢাকার বনশ্রীর ৩নং সড়কের ২৯ নং বাসায় থাকে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান,   খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন কুটুম্বপুর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে কামাল হোসেনের দোকানের সার্টার ভেঙ্গে  ঢুকে পড়ে। এসময়  আহত অবস্থায় স্থানীয়রা চালককে উদ্ধার করে আটকে রাখে।  পরে গাড়ি তল্লাশি করে গাড়ির পিছন থেকে ২৮৮পিস বিদেশি বিয়ার উদ্ধার ও চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। গাড়িতে থাকা অন্য আরেক জন পালিয়ে গেছে বলে জানান  ওসি।

এব্যাপারে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।