২ মানবপাচারকারী ও ১৪ রোহিঙ্গা হুমায়ুন চত্বর থেকে আটক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:১৬, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

২ মানবপাচারকারী ও ১৪ রোহিঙ্গা হুমায়ুন চত্বর থেকে আটক

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২০
২ মানবপাচারকারী ও ১৪ রোহিঙ্গা হুমায়ুন চত্বর থেকে  আটক

সিলেটের হুমায়ূন চত্ত্বর থেকে ১৪ রোহিঙ্গা ও ২ মানবপাচারকারীকে আটক করেছে র‌্যাব-৯।

রোববার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন রশীদ চত্বর থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তারা র‌্যাবের হেফাজতে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর এএসপি ওবাইন।

তিনি জানান, আজ ভোর সাড়ে ৬টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে তাদের আটক করা হয়। এসময় রোহিঙ্গাদের কাছ থেকে ইন্ডিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৪টি আইডি কার্ড জব্দ করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- রোহিঙ্গারা ইন্ডিয়া থেকে সিলেট সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। তাদের উদ্দেশ্য ছিলো কক্সবাজারস্থ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া।

বর্তমানে দুই মানবপাচারকারী ও ১৪ জন রোহিঙ্গা র‌্যাবের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোহিঙ্গাদের নিজ ক্যাম্পে এবং দুই মানবপাচারকারীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।