একদিনে দেশে আরও ২২ জনের ডেঙ্গু শনাক্ত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৩০, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

একদিনে দেশে আরও ২২ জনের ডেঙ্গু শনাক্ত

STAFF USBD
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২০
একদিনে দেশে  আরও ২২ জনের ডেঙ্গু শনাক্ত

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে ২০ জন ও বিভাগীয় হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন।

শনিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম ও স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২২ জন। এদের মধ্যে রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে তিনজন, বিজিবি হাসপাতালে দুইজন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে তিনজন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২ জন এবং খুলনা বিভাগে দুইজন ভর্তি হন।

এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে। এ পর্যন্ত হাসপাতালে মোট আক্রান্ত ডেঙ্গু রোগীদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টে একজন ও অক্টোবরে দু’জনের মৃত্যু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।