প্রকৃত রাষ্ট্রনায়ক ছিলেন এরশাদ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৫৪, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রকৃত রাষ্ট্রনায়ক ছিলেন এরশাদ

STAFF USBD
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২০
প্রকৃত রাষ্ট্রনায়ক ছিলেন এরশাদ

নিউজ ডেস্ক নিউইয়র্ক: হুসেইন মুহম্মদ এরশাদকে গায়ের জোরে স্বৈরাচারী বলা হয় বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘আদালত হুসেইন মুহম্মদ এরশাদকে বৈধ রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবেই ক্ষমতা হস্থান্তর করেছেন। তাই কোনোভাবেই এরশাদকে স্বৈরাচারী বলা যাবে না।’

রবিবার (৬ ডিসেম্বর) বিকালে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এসব কথা বলেন জিএম কাদের। ৬ ডিসেম্বর দিনটিকে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে জাপা।

বিরোধী দলীয় উপনেতা বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের সামনে ক্ষমতা হস্তান্তর না করার সুযোগ ছিল। কিন্তু পল্লীবন্ধু গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সংবিধানকে সমুন্নত রেখেই ক্ষমতা হস্তান্তর করেন। পল্লীবন্ধু ক্ষমতা হস্তান্তরের পর থেকে দেশ উল্টো পথে হেঁটেছে। ’৯৬ সালের পর থেকে পরপর চারবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘুষ, দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা বেড়েছে। পল্লীবন্ধুর জাতীয় পার্টির শাসনামলে হত্যার রাজনীতি ছিল না। তিন জোটের রূপরেখা অনুযায়ী সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। সংবিধানে ৭০ ধারা সংসদীয় গণতন্ত্রের মূল স্বাদ ধ্বংস করেছে।’

সংদসীয় বিরোধী দলের উপনেতা আরও বলেন, ‘সংসদীয় পদ্ধতির প্রকৃত স্বাদ রক্ষা করতে ৭০ ধারা বিলুপ্ত করতে হবে অথবা অন্য কিছু ভাবতে হবে সরকার পদ্ধতি নিয়ে। ৭০ ধারা বিদ্যমান থাকায় নির্যাতন ও দুর্নীতি বেড়ে যায়। সুশাসনের অভাব হয় এবং আইনের শাসন কার্যকর করা যায় না।’আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি ও অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া।

Tweet Share
Continue Reading

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।