হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে গেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শাহজিবাজার রেলস্টেশনের কাছ এই দুর্ঘটনা ঘটে।
শাহজিবাজার স্টেশনমাস্টার আবদুল কাইয়ুম জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। পথে শাহজিবাজার রেলস্টেশন এলাকার কাছাকাছি পৌঁছালে হঠাৎই ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে আগুন লেগে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। ট্রেনটি পৌঁছার পর উদ্ধারকাজ শুরু হবে। ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা হুমড়ি খেয়ে পড়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।