বাড়ছে সড়কে দুর্ঘটনা, শক্ত উদ্যোগের প্রয়োজন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৩৮, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বাড়ছে সড়কে দুর্ঘটনা, শক্ত উদ্যোগের প্রয়োজন

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২০
বাড়ছে সড়কে দুর্ঘটনা, শক্ত উদ্যোগের প্রয়োজন

সম্পাদকীয় : প্রতিদিনই দেশের কোনো-না-কোনো স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটছে। প্রাণহানি হচ্ছে অনেক। এতে এক একটি পরিবার পথে বসছে। বিপুলসংখ্যক ত্রুটিপূর্ণ যানবাহন সড়কে চলাচল করছে এবং অনেক অদক্ষ চালক যানবাহন চালাতে গিয়ে একের পর এক দুর্ঘটনা ঘটাচ্ছে। এসব খবর নতুন নয়। ত্রুটিপূর্ণ যানবাহন এবং অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত না থাকলে মানুষ হতাহত হওয়া এবং সম্পদ নষ্ট হওয়ার পরিমাণ বাড়তেই থাকবে। বস্তুত পরিবহন সেক্টরের মূল সমস্যাগুলো চিহ্নিত। এ পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সার্বিক অবস্থার কতটা উন্নতি হবে, তা অনেকটাই নির্ভর করছে সমস্যাগুলোর সমাধানে কর্তৃপক্ষ কতটা আন্তরিক তার ওপর। পরিবহন সেক্টরকে দুর্নীতিমুক্ত করার পদক্ষেপ নিতে হবে। সড়ক দুর্ঘটনার বিষয়টি আর দশটি সমস্যা থেকে যে একেবারেই আলাদা, তা কর্তৃপক্ষকে বুঝতে হবে। এ সমস্যাকে আর দশটি সমস্যার মতো বিবেচনা করা হলে সড়ক দুর্ঘটনা যে কাক্সিক্ষত মাত্রায় কমবে না তা বলাই বাহুল্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।