আমেরিকার চার্চে হামলা হামলাকারী নিহত – BANGLANEWSUS.COM
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

 

আমেরিকার চার্চে হামলা হামলাকারী নিহত

STAFF USBD
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২০
আমেরিকার চার্চে হামলা  হামলাকারী নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক:  আমেরিকার নিউইয়র্ক শহরে একটি চার্চের বাইরে কনসার্ট চলাকালে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রবিবার  আমাকে হত্যা করো বলে চিৎকার করে গুলি চালানো শুরু করে হামলাকারী। তবে এতে সেন্ট জন দ্য ডিভাইন চার্চের বাইরে কেউ হতাহত হওয়ার আগেই পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। ঘটনাস্থলে উপস্থিত তিন পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখানোয় হামলাকারী ছাড়া অন্য কেউ হতাহত হয়নি।  হামলাকারীর পরিচয় নিশ্চিত করা যায়নি । সন্দেহভাজন হামলাকারীর মাথায় অন্তত একটি গুলি লাগে। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি জানান, সন্দেহভাজন হামলাকারীকে লক্ষ্য করে পুলিশ অন্তত ১৫ রাউন্ড গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে দুটি আধা স্বয়ংক্রিয় বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া সন্দেহভাজন ব্যক্তির বলে ধারণা করা  একটি ব্যাগও উদ্ধার করা হয়েছে। ব্যাগটিতে গ্যাসোলিন ক্যান, দড়ি, তার, কয়েকটি ছুরি, একটি বাইবেল ও টেপ ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।