বুদ্ধিজীবীদের সঠিক তালিকা প্রণায়ণ করা হোক – BANGLANEWSUS.COM
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

 

বুদ্ধিজীবীদের সঠিক তালিকা প্রণায়ণ করা হোক

STAFF USBD
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২০

সম্পাদকীয়: দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুধু ঘটা করে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ১৪ ডিসেম্বর পালন করা হচ্ছে। কিন্তু বাস্তবে দালিলিক কাজ কিছুই হয়নি। দুই তালিকা মিলে মোট এক হাজার ২২২ জন হয়, সেই তালিকা যাচাই-বাছাইয়ের জন্য অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন আবেদন আমাদের কাছে আছে, ভবিষ্যতে হয়তো আরও আবেদন আসবে, সেখান থেকে যাচাই-বাছাই করে অনুমোদন দেয়া হবে।  আর সময়ক্ষেপণ করা ঠিক হবে না। বেইজলাইন হিসেবে ধরে নিয়েছি বাংলা একাডেমির একটা সংজ্ঞা আছে, বাংলাপিডিয়ার একটা সংজ্ঞা আছে, এই দুটোর সমন্বয় করে, আজকেও কিছু আলোচনা হয়েছে, সেগুলো কম্পাইল করে নতুন সংজ্ঞা আগামী সভায় পেশ করা হবে। এরপর সেটা পর্যালোচনা করে চূড়ান্ত করা হবে। স্বাধীনতার পর বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে কাজ শুরু করে তৎকালীন সরকার। ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর মতান্তরে ২৯ ডিসেম্বর বেসরকারিভাবে গঠিত হয় বুদ্ধিজীবী নিধন তদন্ত কমিশন। এরপর গঠিত হয় বুদ্ধিজীবী তদন্ত কমিটি। এই কমিটির প্রাথমিক রিপোর্টে বলা হয়, রাও ফরমান আলী এ দেশের ২০ হাজার বুদ্ধিজীবীকে হত্যার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়। জাতির সঠিক ইতিহাসের স্বার্থে বুদ্ধিজীবী কারা এবং  কতজনকে সেই সময় হত্যা করা হয়েছে তা নির্ধারণ করা জরুরি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।