মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা না হত্তয়া দু:খজনক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:০০, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা না হত্তয়া দু:খজনক

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২০
মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা না হত্তয়া দু:খজনক

সম্পাদকীয়: স্বাধীনতার প্রায় অর্ধশত বছরের সামনে দাঁড়িয়েও মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল তালিকা তৈরি করতে না পারা দুঃখজনক। তার চেয়েও অসম্মানের বিষয় হল সরকারিভাবেই মুক্তিযোদ্ধাদের পাঁচটি তালিকা তৈরি হওয়া। ষষ্ঠ তালিকা প্রণয়নের কাজ চলছে চার বছর ধরে। তবে এটি কবে নাগাদ চূড়ান্ত হবে তা অজানা। বর্তমানে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দলটি ক্ষমতায়। তারা টানা ১২ বছর ধরে ক্ষমতাসীন। ফলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল একটি তালিকা তৈরি এবং সে মোতাবেক পরবর্তী বিষয়াবলি চূড়ান্ত হবে বলে সবাই আশা করেছিলেন। কিন্তু এখনও শেষ হয়নি তথ্য যাচাই-বাছাইয়ের কাজ। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদন ছাড়া যে ৩৯ হাজার ৯৬১ জন মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন, তাদের তথ্য যাচাই-বাছাই শুরু হবে আগামী বছরের ৯ জানুয়ারি। এরপর পর্যায়ক্রমে চূড়ান্ত হবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। সর্বোচ্চ সম্মান ও মর্যাদা তাদের প্রাপ্য। কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কারণে নয়, একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলেন। এমনকি অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা সনদ পর্যন্ত নেননি। অথচ সরকার জাতির পক্ষ থেকে সম্মানস্বরূপ মুক্তিযোদ্ধাদের কিছু সুবিধা দেয়ার ব্যবস্থা করায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধার আবির্ভাব ঘটেছে, যাদের অনেকে বিভিন্ন সময় দলীয় প্রভাব কাজে লাগিয়ে তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করেছে, যা অত্যন্ত ঘৃণিত বিষয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।