গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রীসে তুর্কি কূটনীতিককে আটক
১৯ ডিসে ২০২০, ১২:২৪ অপরাহ্ণ

ডেস্ক নিউজ, ঢাকা: গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রিসের একটি দ্বীপে নিযুক্ত তুরস্কের একজন কূটনীতিককে আটক করা হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রোডস আইল্যান্ডে নিযুক্ত তুরস্কের কনস্যুলেটে কর্মরত কূটনীতিক সেবাহাত্তিন বাইরামকে আটক করেছে গ্রিস। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রিসের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, গ্রিসের কর্মকর্তারা তুর্কি কূটনীতিক সালাহউদ্দিন বাইরামের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। রোডস আইল্যান্ডে গ্রিসের নৌবাহিনীর জাহাজে ছবি তোলা এবং তাদের অবস্থান সম্পর্কে তথ্য জানানোর অপরাধে গত সপ্তাহে দুই ব্যক্তিকে আটক করেছে গ্রিস। তাদের বিরুদ্ধে তুরস্কের হয়ে গুপ্তচরবৃত্তি পরিচালনার অভিযোগ আনা হয়েছে।