নতুন ধরনের করোনা শনাক্ত হয়েছে : ম্যাট হ্যানকক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:০৫, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নতুন ধরনের করোনা শনাক্ত হয়েছে : ম্যাট হ্যানকক

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২০
নতুন ধরনের করোনা শনাক্ত হয়েছে : ম্যাট হ্যানকক

ডেস্ক নিউজ, ঢাকা:  ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, নতুন ধরনের একটি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেটি ইংল্যান্ডের কিছু অংশে দ্রুত বাড়ছে । নতুন ধরনের এই ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করেছে অন্তত ৬০টি আলাদা স্থানীয় কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়ে তিনি বলেন ব্রিটিশ বিজ্ঞানীরা নতুন ধরনের এই ভাইরাস নিয়ে বিস্তারিত গবেষণা করছেন। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক হাউস অব কমন্সে জানান গত সপ্তাহ জুড়ে লন্ডন, কেন্ট, এসেক্সের অংশবিশেষ এবং হার্ডফোর্ডশায়ারের কিছু এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়েছে। তিনি জানান, ইতোমধ্যে নতুন ধরনের এই ভাইরাসে আক্রান্ত এক হাজার মানুষ শনাক্ত করা হয়েছে। মূলত ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে এসব রোগী শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।