যুক্তরাজ্যে প্রাণঘাতি করোনা বাড়ছে
১৯ ডিসে ২০২০, ১২:৩২ অপরাহ্ণ

ডেস্ক নিউজ, ঢাকা: যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে । বড়দিন সামনে রেখে শপিং সেন্টারে মানুষের ঢল, টানা কয়েক দিনের বৃষ্টির কারণে বাড়া জ্বরের প্রকোপ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ইংল্যান্ডের মোট জনসংখ্যার ৭০ শতাংশই এখন কঠোর বিধিনিষেধের অধীনে রয়েছে। করোনার রোগীর ভিড়ে ব্রিটেনের বহু হাসপাতালের প্রায় সব শয্যাই ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। চিকিৎসাসেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে বহু হাসপাতাল। উদ্ভূত পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রিসভার সদস্যরা। যুক্তরাজ্যে গত শুক্রবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫০৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৮৯ জন।