মহাদেবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:০৪, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মহাদেবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২০
মহাদেবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

 

আমিনুর রহমান খোকনঃ

নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রসাশনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার বিকেলে উপজেলা নিবার্হী অফিসারের সভা কক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ভার্চুয়াল এ সভায় যুক্ত ছিলেন।

সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জলন ও সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।#

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।