ডেস্ক নিউজ, ঢাকা: শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। গত ১৯ ডিসেম্বর খাদ্যে বিষক্রিয়া জনিত কারণে তিনি অসুস্থ হন। বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তী গত নভেম্বর থেকে ভারতের উত্তরখণ্ড রাজ্যের মুসৌরীতে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মির ফাইলস’ সিনেমায় অভিনয় করছেন। এ শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন তিনি।
এ বিষয়ে পরিচালক বিবেক বলেন, ‘আমরা বড় একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলাম। এই দৃশ্যের সবকিছুই ছিল মিঠুন চক্রবর্তীর চরিত্রকে কেন্দ্র করে। হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। খুব খারাপ অবস্থা হয়েছিল। কোনো সাধারণ মানুষ এ পরিস্থিতিতে দাঁড়িয়েই থাকতে পারতেন না। কিন্তু কিছু সময় নিয়ে আবারো শুটিংয়ে ফেরেন তিনি।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।